নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ৫৭জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২জন,কলারোয়া থেকে ৮জন,তালা থেকে ৬জন, কালিগঞ্জ থেকে ৮জন, শ্যামনগর থেকে ৯জন, আশাশুনি থেকে ৫জন, দেবহাটা থানা থেকে ৬জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়। তাদের মধ্যে জামায়াত-শিবিরের ১০নেতাকর্মী রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।