News71.com
 Bangladesh
 26 Jan 18, 09:03 AM
 1161           
 0
 26 Jan 18, 09:03 AM

বাগেরহাটে ১৮ কোটি টাকা মূল্যের শিবমূর্তি উদ্ধার।।  

বাগেরহাটে ১৮ কোটি টাকা মূল্যের শিবমূর্তি উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে র্যাূব-৬’র একটি দল বনগ্রাম ইউনিয়নের দাসখালী খাল থেকে পরিত্যাক্ত অবস্থায় মুর্তীটি উদ্ধার করে। র্যা ব-৬ এর লে. কমান্ডার মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,উদ্ধারকৃত মূর্তিটির মূল্য প্রায় ১৮ কোটি টাকা। মূর্তিটি র্যা ব-৬ এর কার্যালয়ে রাখা হয়েছে। তবে এটি কিভাবে কোথা থেকে দাসখালী খালে এসছে বা কারা এনেছে সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন