News71.com
 Bangladesh
 29 Jan 18, 03:26 AM
 2134           
 0
 29 Jan 18, 03:26 AM

নড়াইলে খামারে আগুন লেগে ১৪৩ ছাগল মৃত ।।

নড়াইলে খামারে আগুন লেগে ১৪৩ ছাগল মৃত ।।


নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামে একটি ছাগলের খামারে আগুন লেগে ১৪৩টি ছাগল পুড়ে মারা গেছে। গতকাল রবিবার রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খামার মালিক জামাল হোসেন জানান,রাত ২টার দিকে খামারে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশিদের চিৎকারে ছুটে যান। স্থানীয় লোকজন আধা ঘন্টার অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ছাগলগুলো পুড়ে মারা যায়। খামারে ছোটবড় দিয়ে ১৪৫টি ছাগল ছিলো। এর মধ্যে দুটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি সব ছাগল পুড়ে মারা গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিকের দাবি। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন