নিউজ ডেস্কঃ টানা ছয়দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নেওয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হয়। এরআগে গত বুধবার ভারতীয় কাস্টমসের নতুন নিয়মে কারপাস প্রথাসহ হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ডেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো ব্যবসায়ীরা। টানা ছয়দিন পর বাণিজ্য শুরু হওয়ায় কর্মব্যবস্থা ফিরে এসেছে দুই পারের বন্দরে। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন পণ্য খালাসের ক্ষেত্রে। টানা বন্ধের ফলে একদিকে যেমন সরকার বঞ্চিত হচ্ছিলো রাজস্ব আদায় থেকে,তেমনি প্রায় ১০ কোটি টাকা লোকশানের মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দর শ্রমিকেরাও পড়ে বেকায়দায়।