নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল ও শার্শায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এ সময় ২৩টি হাতবোমা উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান নিউজ ৭১ ডটকমকে জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে ঘিরে নাশকতা করার পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে বেনাপোল থেকে সাতজন ও শার্শায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। সবার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।