নিউজ ডেস্কঃ সাতক্ষীরার নওয়াপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সাতক্ষীরা-খুলনা সড়কের নওয়াপাড়ায় খুলনাগামী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।চুকনগর হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে। তালা থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।মরদেহ দুটি হাইওয়ে পুলিশ চুকনগর নিয়ে গেছে।এ ছাড়া বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।