News71.com
 Bangladesh
 05 Feb 18, 03:36 AM
 1101           
 0
 05 Feb 18, 03:36 AM

ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।।

ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।।


নিউজ ডেস্কঃ ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকে ভোমরা বন্দরে ভারত থেকে কোন পন্যবাহী ট্রাক প্রবেশ করেনি। ভারতের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের কর্মকর্তাদের ব্যবসায়ীদের সাথে অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ কর্মবিরতির ডাক দিলে বন্ধ হয়ে যায় আমদানি-রফতানি কার্যক্রম। ফলে দু’দেশের জিরো পয়েন্টে প্রায় ২ শতাধিক আমদানি পন্যবাহী ট্রাক মাল খালাসের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান,ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে,সে দেশের ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের কর্মকর্তাদের অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত অনুসারে আজ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির পালন করছে। এতে তারা ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সহযোগিতা কামনা করেছেন।এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক জানান,ভারতের ব্যবসায়ীদের সাথে সে দেশের কাষ্টমের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন