News71.com
 Bangladesh
 07 Feb 18, 06:52 AM
 1057           
 0
 07 Feb 18, 06:52 AM

ঝিনাইদহে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন।।  

ঝিনাইদহে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে ৮১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন,সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষকগণ। বক্তারা বলেন এ পদ্ধতি চালুর মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। ফলে শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়বে ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে বলে আশা আয়োজকদের। আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীকে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন