News71.com
 Bangladesh
 08 Feb 18, 03:04 AM
 1037           
 0
 08 Feb 18, 03:04 AM

খুলনায় পুলিশের কাজে বাঁধা দেওয়ায় বিএনপি ও জাসাসের নেতাসহ গ্রেফতার ৫।।    

খুলনায় পুলিশের কাজে বাঁধা দেওয়ায় বিএনপি ও জাসাসের নেতাসহ গ্রেফতার ৫।।      

নিউজ ডেস্কঃ খুলনায় বিএনপি ও জাসাসের কেন্দ্রীয় নেতাসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দিপু, দৌলতপুর থানা যুবদল নেতা মো. সালাউদ্দিন ও রানা।

দলীয় সূত্র জানায়,বেলা সোয়া ১১টার দিকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজন শীর্ষ নেতা পুলিশের বাঁধা অতিক্রম করে নগরীর কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর আরও নেতা-কর্মী প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। মহানগর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাক আহমেদ বলেন,পুলিশের কাজে বাঁধা দেওয়ায় বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে,পুলিশকে দেখে দৌড় দেয়ায় রানা নামে আরো একজনকে আটক করা হয়। সকলকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন