নিউজ ডেস্কঃ ঝিনাইদহে নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৩টি ককটেল। গতকাল শুক্রবার রাতভর জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর উপজেলা থেকে ৮ বিএনপি,৩ জামায়াত, শৈলকুপা থেকে ৬ বিএনপি, হরিণাকুন্ডু খেকে ৯ বিএনপি ১ জামায়াত এবং কালীগঞ্জ থেকে ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতরা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪০ জনকে।