নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জের একটি ডোবায় ভাসছে এক অজ্ঞাত নারীর লাশ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সন্ন্যাসী লঞ্চঘাট সংলগ্ন ডোবায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখেন। লাশের শরীরে লাল রংয়ের সোয়েটার ও পায়ে মোজা পড়া রয়েছে। খবর পেয়ে নিকটস্থ ফাঁড়ি পুলিশের একটি দল লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছেন বলে থানার ওসি মো. রাশেদুল আলম জানিয়েছেন। এদিকে গতকাল শনিবার রাত ৩টার দিকে মধ্য গুয়াতলা গ্রামে একটি ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মোটরসাইকেলের মালিক মাসুম সিকদার জানান,রাতে তিনি গাড়িটি এক আত্মীয়ের ঘরের পাশে রেখে প্রায় দুই কিলোমটিার দুরে মৎস্য ঘেরে ঘুমিয়ে ছিলেন। শত্রুতা বশত কেউ তার গাড়িটি পুড়িয়ে দিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।