News71.com
 Bangladesh
 12 Feb 18, 11:43 AM
 994           
 0
 12 Feb 18, 11:43 AM

সাতক্ষীরায় জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ ৪১জন আটক

সাতক্ষীরায় জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ ৪১জন আটক

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলার আমির ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলার খানপুর এলাকা থেকে গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে । তিনি জানান,তার বিরুদ্ধে জামায়াত-শিবিবের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার ওসি আসলাম খান জানান,গাজী নজরুল ইসলাম তার সহকারী (পিএ) গাউসুল আজমের খানপুরের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের নিয়ে সভা করছিলেন। ওই বাড়িতে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা উপজেলা জামায়াতের কয়েক নেতাকর্মী পালিয়ে যায় বলে জানান ওসি। জামায়াতের মনোনয়নে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে ২০১২ সালের ১৪ এপ্রিল রাতে গাজী নজরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ। এ সময় তার বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন