নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবাসনের ১০টি পরিবারের আবাসস্থল ভস্মীভূত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান,দুপুরে আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১০টি বাড়ি ও এর ভিতরে থাকা নগদ টাকা,গয়নাসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।