News71.com
 Bangladesh
 12 Feb 18, 06:39 AM
 1079           
 0
 12 Feb 18, 06:39 AM

চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ভস্মীভূত।।

চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ভস্মীভূত।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবাসনের ১০টি পরিবারের আবাসস্থল ভস্মীভূত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান,দুপুরে আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১০টি বাড়ি ও এর ভিতরে থাকা নগদ টাকা,গয়নাসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন