নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।এর মধ্যে জামায়াত-শিবিরের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সাতক্ষীরার সদর থানা থেকে। এছাড়া কলারোয়ায় ৬, তালা থানায় ৩, কালিগঞ্জে ৪ শ্যামনগরে ৫ পাটকেলঘাটায় ২ আশাশুনিতে ৪ ও দেবহাটা থানা থেকে ৪ জনসহ মোট ৪৪ জনকে নাশকতা সহ বিভিন্ন মামলায় গেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের মূখপাত্র ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৪৪ জনের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে।