News71.com
 Bangladesh
 14 Feb 18, 11:27 AM
 1208           
 0
 14 Feb 18, 11:27 AM

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে স্কুলছাত্রকে পি‌টি‌য়ে হত্যা।।

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে স্কুলছাত্রকে পি‌টি‌য়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সা‌কিব হো‌সেন (১৬) না‌মে দশম শ্রে‌ণির এক স্কুলছাত্র‌কে পি‌টি‌য়ে হত্যা ক‌রে‌ছে বখা‌টেরা। নিহত সাকিব হোসেন সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও পুলিশ কনেস্টবল নজরুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দি‌কে সাতক্ষীরা শহর উপকণ্ঠের বকচরা বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় রাশেদ নামের আরও একজন স্কুলছাত্র আহত হয়েছে। আহত রাশেদ শহরের রসুলপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়,সাকিব,রাশেদ ও অমি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বকচরায় মাহফিল শুন‌তে যায়। সেখানে যেয়ে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার শান্তর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক‌রে তা‌দের কথা কাটাকাটি হয়। মাহ‌ফিল শুনে বাড়ি ফেরার পথে বকচরা বাইপাস সড়কে পৌঁছানো মাত্রই কাদের ও শান্তসহ তাদের কয়েকজন সঙ্গী সাকিব,রাশেদ ও অমির উপর হামলা করে। সদর থানার প‌রিদর্শক (ইনটেলিজেন্স) মহিদুল হক জানান,গুরুতর জখম অবস্থায় সাকিব ও রাশেদকে উদ্ধার ক‌রে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রাশেদ কিছু তথ্য দিয়েছে। এছাড়া অমিকে পুলিশ হেফাজতে নি‌য়ে ঘটনাস্থলে যাওয়াসহ বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। হামলাকারী‌দের ধর‌তে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন