News71.com
 Bangladesh
 15 Feb 18, 10:39 AM
 1007           
 0
 15 Feb 18, 10:39 AM

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ এক পাচারকারী আটক।।

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ এক পাচারকারী আটক।।

নিউজ ডেস্কঃ বেনাপোলে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় তার কাছ থেকে ৬৪ লাখ বাংলাদেশি টাকা জব্ধ করা হয়। আটক টাকা পাচারকারীর নাম আবু মিয়া (৪৩)। গতকাল বুধবার রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা পাচারকারী আবু মিয়াকে আটক করেন। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আটক আবু মিয়া বেনাপোলের ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। বিজিবি জানায়,তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে বড় একটি মুদ্রার চালান ভারত থেকে সীমান্ত পথে এপারে পাচার হবে। পরে বিজিবি সীমান্তের ঘুনাথপুর এলাকায় টহল জোরদার করে। রাতে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪ লাখ টাকা পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন