News71.com
 Bangladesh
 15 Feb 18, 12:52 PM
 1063           
 0
 15 Feb 18, 12:52 PM

বেনাপোলে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ    

বেনাপোলে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ      

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা। এসময় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল বুধবার রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই আগ্নেয় অস্ত্র ও গুলি জব্দ করেন। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল। বিজিবির অভিযানে উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্রও গুলি বেনাপোল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলাদায়ের করা হয়েছে। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছেন। পরে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয় অস্ত্র গুলি জব্দ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন