News71.com
 Bangladesh
 15 Feb 18, 07:12 AM
 1152           
 0
 15 Feb 18, 07:12 AM

মাগুরায় পৃথক ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২।।

মাগুরায় পৃথক ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২।।

নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুরে গ্রামীণ সংঘর্ষে মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নান্নু (৫৫) নিহত হয়েছেন। অন্যদিকে মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামে সুজন মোল্লা (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ময়না তদন্তর জন্য মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। নিহত নান্নুর স্ত্রী শোভা খাতুনের দাবি,গতকাল বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মুরাদ মুসল্লী,নাজমুল ইসলাম নান্নুর ভাই লাবলু মিয়ার উপর হামলা করে। এ ঘটনায় খবর পেয়ে নাজমুল ইসলাম নান্নু সেখানে গিয়ে হামলা ঠেকাতে গেলে মুরাদ মুসল্লির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে মুরাদ মুসল্লীসহ অন্যদের দাবি,ঘটনার সময় সেখানে এসে উত্তেজনাবশত হার্ট এ্যাটাকে নান্নুর মৃত্যু হয়েছে। নিহত নান্নু মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন