News71.com
 Bangladesh
 16 Feb 18, 05:58 AM
 1093           
 0
 16 Feb 18, 05:58 AM

অবৈধভাবে ভারত যাওয়ার পথে বেনাপোল সীমান্তে ৩২ বাংলাদেশি আটক।

অবৈধভাবে ভারত যাওয়ার পথে বেনাপোল সীমান্তে ৩২ বাংলাদেশি আটক।

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় ৩২ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যারা।এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।আজ শুক্রবার বিকেল ৩টায় ২১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম গণমাধ্যমকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তে একদল নারী-পুরুষকে পাচারকারীরা পার করানোর জন্য জড়ো করছে।পরে বিজিবি ওই সব এলাকায় অভিযান চালালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।পরে সেখান থেকে ৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন