News71.com
 Bangladesh
 16 Feb 18, 08:47 AM
 1126           
 0
 16 Feb 18, 08:47 AM

সুনামগঞ্জ‌ে জলমহাল দখল নিয়ে বন্দুকযুদ্ধে প্রবাসীর মৃত্যু: গুলিবিদ্ধসহ আহত ১২।।

সুনামগঞ্জ‌ে জলমহাল দখল নিয়ে বন্দুকযুদ্ধে প্রবাসীর মৃত্যু: গুলিবিদ্ধসহ আহত ১২।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের জলমহাল দখল নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে সফু মিয়া নামের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সফু মিয়া উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ মণ্ডলীভোগ গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ (মণ্ডলীভোগ) গ্রামের রাজা মিয়া জিম্মাদার ও একই গোষ্ঠীর যুক্তরাজ্যপ্রবাসী জাবিদ আহমদ জিম্মাদারের মধ্যে গ্রামের হাওরের একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই গোষ্ঠীর লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হন। এর মধ্যে রাজা জিম্মাদারের ছোট ভাই ওমান প্রবাসী সফু মিয়া জিম্মাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সংঘর্ষে গুলিবিদ্ধ ফজুল মিয়া, ছায়াদ মিয়া,রেজুয়ান মিয়া, জুয়েল মিয়া, রফু মিয়াকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে আটক করেছে। অস্ত্র পরিবহনে নিয়োজিত একটি সিএনজি গাড়িও আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,সংঘর্ষে জড়িতরা একই বংশের। হাওরের জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষে কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। চারজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে মামলা দায়েরের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন