নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গুলি করে এবং কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।এদিকে, ঘটনার তিনদিন পার হলেও এ ব্যাপারে কোনো মামলা হয়নি।নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে।শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। অপরদিকে, নড়াইল সদর হাসপাতালে নিহত পলাশের ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।