News71.com
 Bangladesh
 19 Feb 18, 11:53 AM
 1042           
 0
 19 Feb 18, 11:53 AM

ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবার সর্বশান্ত।

ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবার সর্বশান্ত।

 


নিউজ ডেস্কঃ ডুমুরিয়ার জিলেরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারনে সৃষ্ট অগ্নিকান্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে।ফলে দুই পরিবারের খাট-আলমারি, কাপড়-চোপড় টিভিসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটে আজ সোমবার সন্ধ্যায়।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,আজ সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা উত্তরপাড়া গ্রামের বিপন্ন বিশ্বাসের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।কিছুক্ষণের মধ্যে আগুনের গতি বৃদ্ধি পেয়ে তার বাড়িসহ প্রতিবেশী পংকোজ মন্ডলের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।এতে দুই পরিবারের চারটি ঘর ও ঘরে থাকা খাট-আলমারি, কাপড়-চোপড়, টিভিসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিন ষ্টেশন কর্মকর্তা হামিদ জোয়ার্দার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।তবে আমরা যাওয়ার আগেই ঘর ও মালামাল পুড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন