নিউজ ডেস্কঃ খুলনায় শারমিন আক্তার (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মহানগরীর পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। আটক শারমিন আক্তার মিয়ানমারের নাগরিক। বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান,শারমিনকে পাসপোর্ট অফিসের ভেতর থেকে আটক করা হয়। তিনি বর্তমানে থানায় পুলিশ হেফাজাতে রয়েছেন।