News71.com
 Bangladesh
 20 Feb 18, 10:45 AM
 1095           
 0
 20 Feb 18, 10:45 AM

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার।।

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি শক্তিশালী বোমা ও পাঁচটি ধারালো হাসুয়া। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জীবননগর উপজেলার কয়া গ্রামের নাজমুল হকের ছেলে হোসেন আলী (২৭),সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের সর্দারপাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে লাভলু (৩২),দামুড়হুদা উপজেলার ওসমানপুর গ্রামের গোলাম রহমানের ছেলে সেলিম (২৫) ও একই উপজেলার কালিয়াবকরী গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৩৩)। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও জেলার একাধিক সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন