News71.com
 Bangladesh
 23 Feb 18, 01:00 AM
 1055           
 0
 23 Feb 18, 01:00 AM

বেনাপোল স্থলবন্দরে নতুন ৯টি গেট চালু ।। পণ্য খালাসে দ্রুত গতি

বেনাপোল স্থলবন্দরে নতুন ৯টি গেট চালু ।। পণ্য খালাসে দ্রুত গতি

নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের পণ্য পরিবহন ও সংগঠন ব্যবস্থায় গতি আনতে নতুন গেট চালু করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার এ বন্দরে চালু করা নতুন সিজিসি ৯টি গেট (বাইপাস সড়ক) দিয়ে মাত্র ১২ ঘণ্টায় ৬৫৬ ট্রাক আমদানি পণ্য খালাস হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান,বেনাপোল কাস্টমস ও বন্দরে নতুনভাবে সংস্কার শুরু হয়েছে। বাণিজ্যবান্ধব এ পদক্ষেপ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।কাস্টমসের তত্ত্বাবধানে বন্দর থেকে বাইপাস সড়ক দিয়ে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রাক চলতে শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চালবোঝাই প্রথম ট্রাকটি সিজিসি-৯ গেট অতিক্রম করে।ফলে কাস্টমস ও বন্দর এলাকায় যানজট কমতে শুরু করেছে।ছোট আঁচড়ার মোড়ের নতুন গেট পার হয়ে বাইপাস দিয়ে গাড়িগুলো সোজা মহাসড়কে চলে যাচ্ছে।নতুন চালু হওয়া গেট দিয়ে ১২ ঘণ্টায় ৬৫৬ ট্রাক খালাস হয়েছে।তবে কেউ যদি সুবিধা পেয়েও কেউ অনিয়ম করলে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে আইনি কার্যক্রম পরিচালিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন