নিউজ ডেস্কঃ সুন্দরবনের কলাবগি ফরেষ্ট অফিসের কাছে ঝনঝনিয়া খাল এলাকায় হতে আজ শনিবার দুপুরে জবাই করা হরিণের একটি মাথাসহ চামড়া উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড সদস্যরা।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান পরিচালনা করে থাকে।শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসার পথে কোস্টগার্ড সদস্যদের দেখতে পেয়ে পাচারকারীরা হরিণের একটি মাথাসহ চামড়া ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা কলাবগি ফরেষ্ট অফিসের কাছে ঝনঝনিয়া খাল এলাকায় হতে হরিণের একটি মাথাসহ চামড়া উদ্ধার করেউদ্ধারকৃত হরিণের চামড়া এবং মাথা কালাবগি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।