নিউজ ডেস্কঃ আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে খুলনায় আওয়ামী যুবলীগের দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। যুবলীগ চেয়ারম্যান বলেন,বিএনপি এখন প্রেস ব্রিফিং নির্ভর রাজনৈতিক দল। দলটির নেতারা সাংগঠনিক কর্মকান্ড ছাড়াই অফিসে বসে বিবৃতি দেয় আর তা’ পত্রিকায় ছাপা হয়। তারা বারবার সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার ঘোষণা দিলেও তাতে জনসমর্থন মেলেনি।খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলার যুবলীগ নেতাকর্মীরা অংশ নেয়।এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু।বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, কেন্দ্রীয় যুব লীগ নেতা শহীদ সেরনিয়াবাত।