নিউজ ডেস্কঃ সেনাহিনীর ভুয়া নিয়োগপত্র ও সিলসহ সাবেক দুই সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।তারা হলেন, ফারুক হোসেন ও শরিফুল ইসলাম।গতকাল মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার আলকা ১৪ মাইল গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সিকদার আককাছ আলী বলেন, ২০১৬ সালে ফেব্রুয়ারিতে ফারুক ময়মনসিংহ সেনানিবাস থেকে চাকুরিচ্যুত হয়।একই অভিযোগে বান্দরবান সেনানিবাসে থাকা ল্যান্স করপোরাল শরিফুলের চাকরি যায়। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্রের সদস্য।সাধারণ মানুষকে সেনাবাহিনীতে নিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে।গ্রেফতারকৃত ফারুকের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামে।বর্তমানে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নিশচিন্তপুর গ্রামে থাকে। আর শরিফুলের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে। বর্তমানে তিনি থাকেন রাজশাহীর উপশহরে।