জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলছে স্কুলের মাঠে। বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, প্রয়োজনীয় ক্লাসকক্ষ এবং বেঞ্চের অভাবে পুরাতন মাঠেই ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। মাঝেমধ্যে স্কুলের বারান্দা ও লাইব্রেরিতেও ক্লাস নিতে হয়। বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট পাকা ও টিনশেড দুটি ভবন রয়েছে। তিনতলা ভবনে ৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৪টি ক্লাসকক্ষ, ১-টি কম্পিউটার ল্যাব এবং ১টি লাইব্রেরি। এছাড়া টিনশেডে দুটি ক্লাস কক্ষ এবং শিক্ষক মিলনায়তন। তিনতলা ভবনটি দেশ স্বাধীনের পর স্থানীয়ভাবে নির্মাণ করা হয়। এ ভবনটি এখন জরাজীর্ণ। দোতলার ছাদের রডে মরিচা পড়ে গেছে। নড়াইলের আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয় স্কুলের ভবনের জরাজীর্ণ অবস্থায় সেখানে পাঠদান ঝুঁকিপূর্ণ। তাই স্কুলের মাঠে ও মাঝেমধ্যে ওই ভবনের বারান্দায় ক্লাস নেওয়া হয়। কয়েক জায়গায় রডে মরিচা পড়ে ছাদ ছিদ্র হয়ে গেছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, গত দু’বছর ধরে বিভিন্ন সময় খোলা আকাশের নিচে, লাইব্রেরি রুমে, কখনো বারান্দায় ক্লাস নিতে হয়। দুটি কক্ষে ৫০টি বেঞ্চ হলে আপাতত এ সমস্যার সমাধান হতো। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জানান, ইউনিয়ন পরিষদ, স্থানীয় মানুষ ও শিক্ষকরা চাঁদা তুলে বিভিন্ন সময় নতুন বেঞ্চ তৈরি এবং মেরামত করে থাকে। প্রতিবছরের মতো এবারও স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়ের আসবাবপত্র কেনার চেষ্টা চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরও আজ পর্যন্ত কোনো ভবন নির্মিত হয়নি। শিক্ষা অফিসার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।