নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন ৩ মার্চ।ওই দিন খুলনা, মোংলা, বাগেরহাট ও সাতক্ষীরার শতাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন তিনি।৩ মার্চ দুপুর দেড়টায় খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর খুলনার জনসভা উপলক্ষে ১১০ ফুট দের্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকা আকৃতির সভামঞ্চ তৈরি করা হচ্ছে।আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত নান্দনিক দলীয় প্রতীকের এ মঞ্চের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।বাকি ২০ ভাগ বৃহস্পতিবার শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বিশাল নৌকা আকৃতির সভা মঞ্চে ২৫০ জন মানুষের আসন থাকবে।প্রধানমন্ত্রী, সভার সভাপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, দক্ষিণ জনপদের দলীয় সংসদ সদস্যরা, কেন্দ্রীয় নেতারা, সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা এসব আসনে বসবেন।৩ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায় অন্তত ১০ লাখ মানুষের জমায়েতের কথা ভাবছে স্থানীয় আওয়ামী লীগ।যার অর্ধেকই থাকবে নারী।যারা সার্কিট হাউস মাঠে অবস্থান করবেন।এছাড়া প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধা থাকবেন জনসভায়।এদিকে সার্কিট হাউস ময়দানের জনসভা ঘিরে চলছে নানামুখী প্রস্তুতি।দিনরাত সমানতালে চলছে প্রচারণা।হচ্ছে দফায় দফায় বৈঠক।থেমে নেই প্রচার মিছিল। শুভেচ্ছা তোরণে ছেয়ে গেছে শহর। নৌকা আকৃতির ইজিবাইকে চলছে মাইকিং।