নিউজ ডেস্কঃ খুলনার ফুলতলায় বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেনের স্ত্রী মাহাফুজা বেগম আজ শুক্রবার বিকালে বিএনপি’র ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ফুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়,প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আজ শুক্রবার সকালে ফুলতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেনকে আওয়ামীলীগে যোগদানের প্রস্তাব দেয় দলের একটি অংশ। কিন্তু এই প্রস্তাবের বিরোধীতা করেন মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ও তার সমর্থকরা। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।