News71.com
 Bangladesh
 02 Mar 18, 10:31 AM
 990           
 0
 02 Mar 18, 10:31 AM

খুলনায় মন্ত্রী নারায়ন চন্দ্রের সামনেই আওয়ামী লীগ কির্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ

খুলনায় মন্ত্রী নারায়ন চন্দ্রের সামনেই আওয়ামী লীগ কির্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ


নিউজ ডেস্কঃ খুলনার ফুলতলায় বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেনের স্ত্রী মাহাফুজা বেগম আজ শুক্রবার বিকালে বিএনপি’র ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ফুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়,প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আজ শুক্রবার সকালে ফুলতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেনকে আওয়ামীলীগে যোগদানের প্রস্তাব দেয় দলের একটি অংশ। কিন্তু এই প্রস্তাবের বিরোধীতা করেন মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ও তার সমর্থকরা। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন