News71.com
 Bangladesh
 03 Mar 18, 03:02 AM
 1121           
 0
 03 Mar 18, 03:02 AM

ডুমুরিয়ার মাগুরখালীতে বার্ষিক মহানামযজ্ঞ সম্পন্ন

ডুমুরিয়ার মাগুরখালীতে বার্ষিক মহানামযজ্ঞ সম্পন্ন


বিশ্বজিৎ বিশ্বাসঃ ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা এবং আয়োজক কমিটিবৃন্দের তত্বাবধানে আয়োজিত আনন্দ ঘন পরিবেশের মাঝে হাজার ভক্তের সমাগমে হরি নামের ধন্বীতে শেষ হল মহানামযজ্ঞ অনুষ্টান। ৮ দিন ব্যাপি ধর্মীয় উৎসবে এখন রয়েছে ধর্মীয় যাত্রাপালা, বিনোদন মূলক বিভিন্ন অনুষ্ঠাসূচী। এছাড়া বৃহৎ এ ধর্মীয় অনুষ্টান’কে ঘিরে আয়োজক কমিটির অক্লান্ত প্রচেষ্টায় সনাতন ধর্মের পবিত্র ৫১ তীর্থক্ষেত্র প্রদর্শনী হিসেবে যজ্ঞভুমির চারপাশ জুড়ে নির্মিত হয়েছে শতাধিক মাটির প্রতিমা। এছাড়াও ১০ বিঘা জমি ওপর বসছে আনন্দ মেলা ও সার্কাস। প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ আয়োজন। বিশেষ করে যজ্ঞভুমিসহ আশপাশ এলাকা জুড়ে রয়েছে অত্যাধুনিক আলোক সর্জ্জা ও তোরণ। মুল পর্ব হরিনাম সংকীর্ত্তনের তিন দিনেই ছিল অন্ন প্রসাদের ব্যবস্থা। বৃহৎ এ অনুষ্টানে হাজার হাজার লোকের সমাগমে মুখরিত যজ্ঞভূমি। বিরাট মাঠের উপর ওপর বসেছে আনন্দ মেলা ও বাজার। অন্যান্ত সান্তিপূর্ণ এই গঞ্জের মেলাতে শত শত বাহারি রকম দোকানের রমরমা ব্যবসা। মহানামযজ্ঞ পরিচালনা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউপি চেয়ারম্যানসহ সকল আয়োজকের আন্তরিক প্রচেষ্টায় বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় এবারও সুষ্ঠ ভাবে সম্পন্ন করেছেন মহানামযজ্ঞ অনুষ্ঠান। অনুষ্টানটি হিন্দু ধর্মলম্বীদের হলেও এখানে জাতি, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করেন। প্রতি বছর মত এবার হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে মাগুরখালি ইউনিয়নের অনুষ্ঠানভূমি। অনুষ্টানটি সুষ্ট ভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে এবং পুলিশ প্রশাসনও সর্ব সময় নিযোজিত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন