News71.com
 Bangladesh
 06 Mar 18, 12:46 PM
 1038           
 0
 06 Mar 18, 12:46 PM

বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৪১ জন আটক।

বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৪১ জন আটক।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা।এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।আজ মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে।এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়। বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-শিশু এপারে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।বিজিবি-২১ এর পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন