News71.com
 Bangladesh
 07 Mar 18, 10:13 AM
 1073           
 0
 07 Mar 18, 10:13 AM

সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় ট্রাকচাপায় কিশোর নিহত

সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় ট্রাকচাপায় কিশোর নিহত

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাকের চাপায় মো. আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুলখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ একই উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার মো. বাবলুর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জয়নগরে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বাবুলখালি বাজারে পৌঁছলে পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন