News71.com
 Bangladesh
 07 Mar 18, 06:39 AM
 1006           
 0
 07 Mar 18, 06:39 AM

নানা আয়োজনে খুলনায় ৭ মার্চ উদযাপন ।।

নানা আয়োজনে খুলনায় ৭ মার্চ উদযাপন ।।

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে খুলনা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে বাজানো হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনা বিএল কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি আযম খান কমার্স কলেজ, সুন্দরবন কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন