নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের ধনাঢ্য যুবক হরিদাস বিশ্বাসের হত্যার প্ররোচনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার সকাল সাড়ে ১১টা হতে দুপুর দেড়টা পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ডে উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালে হিন্দু-বৈদ্য-খ্রৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্যদেন জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক গৌর পদ ঢালী, সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য অভিজিৎ চন্দ, শিশির ফৌজদার, পূর্নেন্দু বিশ্বাস, অরিন্দম মল্লিক, প্রভাষক সুকৃতি মন্ডল,সঞ্জয় দেবনাথ, জয়দেব কুমার মন্ডল, নিহত হরিদাসের মেয়ে লাবনী বিশ্বাস,বোন লীলাবতী বিশ্বাস ও রত্না বিশ্বাস প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তাগন বলেন গত ৬ই মার্চ তারিখ সকালে হরিদাস বিশ্বাসের মৃতদেহ তার নিজের শোয়ার ঘর থেকে পরিবারের লোকজন ও থানা পুলিশের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে বের করা হয় । উদ্ধার কালে মৃতদেহের মুখ থেকে ফেনা বের হতে দেখে তার মৃত্যু স্বাভাবিক নয় দাবী করে নিহতের ছোট ভাই মোহন বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ওই দিন তাৎক্ষনিক এলাকার বাসীর পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসনের প্রতি সদ্য প্রয়াত হরিদাস বিশ্বাসের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটন করে মৃত্যুর জন্যে প্ররোচনাকরীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।