News71.com
 Bangladesh
 08 Mar 18, 11:18 AM
 968           
 0
 08 Mar 18, 11:18 AM

ভারতে পাচারকালে ২ কেজি স্বর্ণসহ সাতক্ষিরা সীমান্তে চোরাকারবারী আটক।।

ভারতে পাচারকালে ২ কেজি স্বর্ণসহ সাতক্ষিরা সীমান্তে চোরাকারবারী আটক।।

নিউজ ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি স্বর্ণসহ এক চোকারবারীকে আটক করেছে বিজিবি। আজ সন্ধ্যা ৭ টার সময় বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারী নাম আজিজ হাসান। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। ভোমরা বিওপির সুবেদার শফিকুর রহমান জানান,ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে-গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকায় তার নেতৃত্বে এক চোকারবারীকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২ কেজি ১৮৩ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন