News71.com
 Bangladesh
 09 Mar 18, 03:34 AM
 967           
 0
 09 Mar 18, 03:34 AM

আগামীকাল খুলনার শহীদ হাদিস পার্কে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ।

আগামীকাল খুলনার শহীদ হাদিস পার্কে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ।


নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আগামী ১০ মার্চ (শনিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।একই দিনে একই সময়ে এবং একই স্থানে পরস্পর বিরোধী দু’টি রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আজ শুক্রবার কেএমপির কমিশনার মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন,একই দিনে অর্থাৎ ১০ মার্চ শহীদ হাদিস পার্কে বিকালে সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়।ওই একই সময়ে মহিলা আওয়ামী লীগ হাদিস পার্কে সমাবেশ করার জন্যও অনুমতি চায়। একই দিনে একই সময়ে একই স্থানে দু’টি পরস্পর বিরোধী রাজনৈতিক সংগঠন সমাবেশ করার অনুমতি চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন