নিউজ ডেস্কঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে ট্রাক চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।আজ শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রেণির জেরিন।স্থানীয়রা জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মত্যু হয়। প্রভাষক আলমকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এদিকে দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।