নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন,যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার মো. শরিফুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।