নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো মোল্লাপাড়ার নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইয়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান,সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সুমাইয়া ও মিষ্টি। দীর্ঘ সময় তাদের না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দুই শিশুর মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।