News71.com
 Bangladesh
 13 Mar 18, 06:04 AM
 1005           
 0
 13 Mar 18, 06:04 AM

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।।

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো মোল্লাপাড়ার নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইয়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান,সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সুমাইয়া ও মিষ্টি। দীর্ঘ সময় তাদের না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দুই শিশুর মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন