News71.com
 Bangladesh
 14 Mar 18, 11:01 AM
 1107           
 0
 14 Mar 18, 11:01 AM

মোংলা বন্দরের পরিসেবায় যুক্ত হলো বর্জ্য অপসারণকারী জাহাজ।।

মোংলা বন্দরের পরিসেবায় যুক্ত হলো বর্জ্য অপসারণকারী জাহাজ।।

নিউজ ডেস্কঃ দেশের মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্ত হলো তেল বা বর্জ্য অপসারণকারী ছোট জাহাজ। বন্দর প্রতিষ্ঠার ৬৮ বছর পর ‘পশুর ক্লিনার-০১’ নামক অত্যাধুনিক অয়েল স্পিল রেসপনস বা রিকভারি ভেসেলটি (নদ-নদীতে ছড়িয়ে পড়া ভাসমান তেল বা বর্জ্য অপসারণকারী জাহাজ) ক্রয় করা হয়। ২০১৪ সালে মোংলা বন্দরের পশুর চ্যানেলসংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনার পর থেকেই মূলত তেল অপসারণকারী এই জাহাজটি ক্রয়ের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। সুন্দরবন ও পশুর চ্যানেল সুরক্ষায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ফিনল্যান্ড থেকে ক্রয়কৃত পশুর ক্লিনার-০১ নামক জাহাজটি গতকাল মঙ্গলবার মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান জাহাজটি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন,মোংলা বন্দর ও সুন্দরবন এলাকায় ভবিষ্যেত যদি তেল পড়ে বা কোনো দুর্ঘটনা ঘটে তবে এ জাহাজ দিয়ে তা অপসারণ করা সম্ভব হবে।

বন্দর চেয়ারম্যান আরো বলেন,পশুর ক্লিনার-০১-এর মতো এ ধরনের ছোট জাহাজ দিয়ে সাধারণত ছোট নদী-খালে ছড়িয়ে পড়া তেল অপসারণ করা সম্ভব হবে। কিন্তু পশুর চ্যানেলের মতো বড় ও প্রশস্ত নদী ক্লিন করতে এ ধরনের অন্তত আরো তিন থেকে চারটি অয়েল স্পিল রিকভারি ভেসেলের প্রয়োজন। এ জন্য আমাদের আরো তিন-চারটি অয়েল স্পিল রিকভারি ভেসেল ক্রয়ের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী বাকিগুলো ক্রয় করা গেলে সুন্দরবন ও বন্দরের দীর্ঘ পশুর চ্যানেলের সুরক্ষা পুরোপুরি নিশ্চিত হবে এবং সুন্দরবন ও পশুর নদীর পরিবেশ ভালো থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন