News71.com
 Bangladesh
 15 Mar 18, 05:53 AM
 1005           
 0
 15 Mar 18, 05:53 AM

খুলনার রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ কার্গো জাহাজ ডুবি।

খুলনার রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ কার্গো জাহাজ ডুবি।

নিউজ ডেস্ক: খুলনায় রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিলো।দুপুর সোয়া ২টার দিকে হঠ্যাৎ বিকট শব্দে তলা ফেটে এ কার্গো জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল ৩টা ২০মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিলো বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাকে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।এদিকে জাহাজ ডুবির ঘটনা শুনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রূপসা নদীতে জাহাজ ডুবির ঘটনা শুনেছি।জাহাজে কি ছিলো তা এখনও জানতে পারিনি।তবে জাহাজটিতে এক হাজার ৩৫ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল ছিলো বলে জানিয়েছেন উদ্ধার কাজে আসা কোস্টগার্ডের এক সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন