News71.com
 Bangladesh
 18 Mar 18, 08:41 AM
 1089           
 0
 18 Mar 18, 08:41 AM

নাশকতা মামলায় আটক সাতক্ষীরা বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর।।

নাশকতা মামলায় আটক সাতক্ষীরা বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর।।

 

নিউজ ডেস্কঃ নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনসহ বিএনপি-জামায়াতের ১৮নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করেন। সাতক্ষীরা আদালতের কোর্ট পরিদর্শক অমল বিশ্বাস জানান,নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন ও উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহবিএনপি-জামায়াতের ১৮নেতাকর্মী ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। আজ রবিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা জানালে বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গণি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন