নিউজ ডেস্কঃ নড়াইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আওতাধীন এইচএসসি পৌরনীতি প্রথমপত্র পরীক্ষায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে এ ঘটনা ঘটে। লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন তাদের বহিষ্কার করেন। ওই কলেজের অধ্যক্ষ শরীফ এনামুল কবীর বহিষ্কারের কথা নিশ্চিত করে বলেন,বহিষ্কার হওয়া নয়জনের মধ্যে একজন ছাত্রী ও আটজন ছাত্র রয়েছে। ওই কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থী ছিল