নিউজ ডেস্কঃ খুলনায় সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- আবুল হোসাইন সরদার (৬৮) ও মো. ফজলুর রহমান (৮০)। খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা জেলা কারাগার সূত্র জানায়,মৃত আবদুল সরদারের ছেলে আবুল হোসাইন সরদার সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ১৯ মার্চ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তিনি মারা যান।
অপরদিকে,মৃত মোজাহের শেখের ছেলে মো. ফজলুর রহমান মাগুরা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ৬ মার্চ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়। খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বলেন,সাতক্ষীরা ও মাগুরা জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য উল্লিখিত দুই কয়েদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। পোস্ট মর্টেম শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।