News71.com
 Bangladesh
 24 Mar 18, 12:39 PM
 1046           
 0
 24 Mar 18, 12:39 PM

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল নিক্ষেপ।।

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল নিক্ষেপ।।

নিউজ ডেস্কঃ যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ২টি ককটেল ও দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ককটেল দুটির বিস্ফোরণ ঘটলেও দলীয় কার্যালয়ের সামনের ককটেলটির বিস্ফোরণ হয়নি। তবে ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। এ ব্যাপরে থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান,ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন