নিউজ ডেস্কঃ যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ২টি ককটেল ও দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ককটেল দুটির বিস্ফোরণ ঘটলেও দলীয় কার্যালয়ের সামনের ককটেলটির বিস্ফোরণ হয়নি। তবে ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। এ ব্যাপরে থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান,ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।