News71.com
 Bangladesh
 26 Mar 18, 11:59 AM
 1257           
 0
 26 Mar 18, 11:59 AM

২৬ মার্চের প্রভাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে গনমানুষের ঢল।

২৬ মার্চের প্রভাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে গনমানুষের ঢল।

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে। আজ সোমবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে খুলনায় স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।এসব দল ও সংগঠনের মধ্যে ছিলো- মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ (জেলা ও মহানগর), বিএনপি (জেলা ও মহানগর), খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ আরো আনেক।এছাড়া সাধারণ মানুষও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। তাদের আগমনে স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন