News71.com
 Bangladesh
 29 Mar 18, 11:26 AM
 1021           
 0
 29 Mar 18, 11:26 AM

যশোরের শার্শায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ ।।

যশোরের শার্শায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ ।।

নিউজ ডেস্কঃ যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারা খাতুন। তিনি পেয়েছন ৭৩৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ২৯ ভোট। আর মাত্র ৭ ভোট পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। জানা গেছে,আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেন আনোয়ারা খাতুন। এদিকে আওয়ামী লীগ সমর্থিত কামাল হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করেন। অপরদিকে আওয়ামী লীগের এই দুই প্রার্থীর দ্বন্দ্বের সুযোগ নিতে আনারস প্রতীকে নির্বাচন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাচ্ছিম হোসেন খোকন। উপজেলা নির্বাহী পুলক কুমার মন্ডল বলেন,সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য,গত ৯ জানুয়ারী রাতে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন শান্তি মারা যান। তার মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন