নিউজ ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৪ এপ্রিল খুলনায় যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।ওইদিন বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তন বক্তৃতা করবেন বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর।একইদিন বিকেল ৫টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় ডিজিটাল পদ্ধতিতে চারটি প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।কুয়েট ও মোংলা বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।এদিকে রাষ্ট্রপতিকে বরণ করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিশ্চিন্দ্র নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।